মালদা

স্কুলের মিড ডে মিলের রান্নাকে কেন্দ্র করে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

স্কুলের মিড ডে মিলের রান্নাকে কেন্দ্র করে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। বৃহস্পতিবার পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের সার্কমা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনাটি ঘটে। জানা গেছে সার্কমা প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। তাদের মিড ডে মিল রান্নার জন্য স্বনির্ভর গোষ্ঠীর একটি দল। এদিন স্বনির্ভর গোষ্ঠীর অন্য দল সেই স্কুলে রান্না করার দাবি করে এবং স্কুলের মিড ডে মিলের রান্না করার ঘড়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। তারা জানান তাদের দাবি মানা না হলে মিড ডে মিলের  রান্না করার ঘড়ে এভাবেই ঝুলবে তালা। তাদের দাবি তারা খেটে খাওয়া মানুষ তাই অর্থ উপার্জনের জন্য দলের সাথে যুক্ত হয়েছে, যাতে দল থেকে কোন কাজ করে রোজগার করতে পারে। তাদের অভিযোগ স্কুলের রান্নার জন্য তারা স্কুলের প্রধান শিক্ষক অসীম কুমার দাসকে জানান কিন্তু তিনি বলেন এই ব্যাপারে BDO-র সাথে কথা বলতে হবে, এই বিষয়ে তিনি সিধান্ত নিবেন। অন্য দিকে BDO সাহেব জানান এই বিষয়ে প্রধান শিক্ষক যা সিধান্ত নিবেন তাই হবে বলে অভিযোগ করেন গোষ্ঠীর মহিলারা। তারা জানান ওই দলের মহিলা যেমন রান্নার কাজ করছে তেমনই তাদের গোষ্ঠীর তিনটি দলকে রান্নার কাজের সাথে যুক্ত করা হক। এই দাবি নিয়ে তারা এদিন স্কুলে প্রধান শিক্ষকের কাছে গেলে প্রধান শিক্ষক তাদের ধাক্কা দিয়ে স্কুল থেকে বেড়িয়ে যেতে বলে অভিযোগ করেন ওই মহিলারা। যদিও এই অভিযোগের পাল্টা উত্তরে প্রাধান শিক্ষক বলেন মেয়ের সমতুল্য তার উপর দেওয়া এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।